শর্ত ও অন্যান্য

মুজিব মেহদী

শর্ত

জীবন কেমন শেপ পাবে
তা বসবাস স্থান, তার পরিসর ও সংলগ্ন সুযোগসুবিঠ§à¦¾ দ্বারা
নির্ধারিত হয়

গোবরে পদ্মফুল ফোটার আলাপ সর্বদা সাপেক্ষ
তাৎপর্যে আলাদা

পর্যাপ্ত আলোবাতাসহৠ€à¦¨ গাছ
গাছের চরিত্র সবটা পায় না
তার গান কিছুটা গানের থেকে কম

পাখিরা সর্বদা তার থেকে দূর দিয়ে ওড়ে


মৌনতা

মুখরতা থেকে মৌনতার দিকে যাত্রার এই ঝিনুক
কেউ কুড়াবে না জেনো
তোমার জ্বলে ওঠা তোমার নিভে যাওয়া কেবলই তোমার

পথে পথে যেসব ব্যথা ও বেদনা লারেলাপ্পঠকরে করে
জ্বালিয়ে পুড়িয়ে গেছে
যেসব ভালোবাসা শুকিয়ে এখন চটচটে দাগ ছাড়া কিছু নয়
তাদেরও আসবে যাবে না কিছু তোমার বিয়োগ ভেবে

কিছু কিছু মৌনতার প্রতি পৃথিবীর সায় থাকে


সাফারিংস

সাফারিংস গলে গলে পড়ে
সাফারিংস দাগ রেখে যায়

সাফার করতে করতে আমরা কুড়িয়ে পাই একেকটা সহ্যের বোতাম
আমরা নৈরাশ বনের ঘাস কাটতে কাটতে একদিন
তৃণভোজী কেউ হয়ে যাই নিজের কাছে নিজে
অথবা আমরা একটু একটু করে মোম জমিয়ে
জগৎজোড়া আলো জ্বালাই অবশেষে

সাফারিংস একটা অভিজ্ঞতা
এর হাত-পা থাকে না
কথা বলে না
তবু সাফারার মাঝে মাঝে তার কথা শুনে
আলগোছে ঘুমিয়ে যায় আগুন পাহারায়